বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নস্থ নানাখীতে প্রাক্তন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী, ভূঁইয়া একাডেমীর অধ্যক্ষ ড. ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুল এন্ড কলেজে এ বছরের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও আসনের এমপি লিয়াকত হোসেন খোকা শারীরিক অসুস্থতার দরুণ উপস্থিত না থাকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে না’গঞ্জ-মুন্সিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলি বলেন ‘সবাইকে লেখাপড়া করে সুশিক্ষা অর্জন করে ব্যারিস্টার রাবিয়া আপার মত আদর্শবান মানুষ হতে হবে। তিনি তার ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অত্র স্কুল প্রতিষ্ঠা করেছেন, তোমরা যদি মানুষের মত মানুষ হও, তাহলেই তার স্বার্থকতা। আমাকে যে কোন প্রয়োজনে ডাকবেন, আমি পাশে আছি এবং যে কোন সহায়তা আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ’। সভাপতির বক্তৃতায় ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া বলেন ‘একা রাবিয়া কিছুই করতে পারবেনা। অত্র বিদ্যালয়ের কমিটির ও সমাজের লোকজন আমাকে সহায়তা করার কারণে আমি সফল হতে পেরেছি। সামনেও সর্বদা সবাই সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আসুন সবাই এক সাথে কাজ করে অত্র প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই এবং সমাজ গঠনে সবাই ভূমিকা রাখতে সক্ষম হই’। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে না’গঞ্জ জেলা শিক্ষা অফিসার বেনজীর আহম্মদ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব উপস্থিত ছিলেন। তাছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, উক্ত স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন। উপস্থিত সমবেক সকলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।