বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের বংশালে (সুতারপাড়া) অভিযান চালিয়ে প্রায় ১০ টন সুতা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।
শনিবার বিকেলে সুতারপাড়ার সাহা ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের গোডাউন থেকে এসব সুতা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের ডেপুটি কমিশনার রেজভী আহমেদ বলেন, সম্প্রতি বন্ডের পণ্য অবৈধভাবে খোলা বাজারে চলে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে নারায়ণগঞ্জের সুতারপাড়ার বংশাল রোডে পরিচালনা করেছি। অভিযানে সাহা ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের গোডাউন থেকে প্রায় ১০ টন সুতা উদ্ধার করেছি। যেগুলো বন্ডের সুবিধার আওতায় চোরাইভাবে এখানে চলে আসছে। উদ্ধার করা সুতার আনুমানিক মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
তিনি আরো বলেন, উদ্ধার করার মুহূর্তে কাউকে আটক করছি না। তদন্ত সাপেক্ষে ফৌজদারি মামলা করা হবে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হয়তো কেউ গ্রেফতার হতে পারেন।