বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ফারনিচার মারকেটে জোসনা সো মিলস্ ও বরিশাল ফার্নিচারের দোকানে ভয়াভহ আগুন। এই দোকান গুলো আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় আগুনের সূত্রপাত ঘটে। এতে জানা যায় ক্ষয় ক্ষতির পরিমান প্রয় ২ লক্ষ বলে দাবী মালিক মজিবুরের। ফায়ার সারর্ভিস ইষ্টিসন ওফিছার বিল্লার হোসেন বলেন আমরা খবর পেয়ে দ্্রূত এসে প্রায় ৩০মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই । এদিকে আগুনের সূত্রপাত কিভাবে? তা এখনও জানা যায় নি। তবে দোকানিরা অভিযোগ করেছেন পার্শ্ববর্তী ভবন থেকে ফেলানো সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।