বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ গোদনাইল বাগপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৮০ টাকা, তিন বান্ডিল তাশসহ সাত জুয়ারিকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এস,আই মাজহারুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার দুপুরে নারায়নগঞ্জ কোর্টে প্রেরণ করেন। গ্রেফতারকৃতদের নাম হলো ঃÑ (১) মোঃ জনি (২৭) পিতাঃ মোঃ মিছিল আলী। (২) মোঃ আক্তার হোসেন (৩০) পিতাঃ নুরুল ইসলাম। (৩) মোঃ সুমন (৩০) পিতাঃ মোঃ আমজাদ। (৪) মোঃ শাহীন (২৯) পিতা মৃতঃ নুরুল ইসলাম। (৫) মোঃ রনি (৩০) পিতাঃ আলাউদ্দিন। (৬) মোঃ রবিন (২৮) পিতাঃ মোঃ নুরুজ্জামান। (৭) মোঃ রেফেল (৩১) পিতাঃ মোঃ মজিবুর রহমান।