বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক দু,টি অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়,এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার সকালে আদমজী সোনামিয়া বাজার শাহী মসজিদের সামনে অভিযান চালিয়ে শিমুলপাড়া এলাকার মৃত নাজমুল হোসেনের ছেলে নজরুল ইসলামকে(৪০) ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। অপর দিকে গত শনিবার দিবাগত রাতে এসআই সামছুল আলম সঙ্গীয় ফোর্সসহ সুমলিপাড়া রেললাইন এলাকায় অভিযান চালিয়ে কাজিমুদ্দিনের ছেলে সুমনকে (৩০) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দু,টি মামলা দায়ের করেছে। গতকাল রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।