বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি) । এসময় তাদের কাছ থেকে ডিবি লেখা ২টি জ্যাকেট, ২ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, এক জোরা হ্যান্ডকাপের চাবি, ওয়াকিটকি, একটি গাড়ির নম্বর প্লেট, ১টি কালো রংয়ের খেলনা পিস্তল, ১টি আর্মি পোষাকের সদৃশ্য কটি জ্যাকেট, ২টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার মো. খলিলুর রহমান মৃধা (৫৫), জামাল আকন (৩৬), মোঃ আবু সালে হাওলাদার (২৫), বিল্লাল (৩৬) , আবু হানিফ (৩২) ও চাঁদপুর জেলার মোঃ ইউসুফ (২৭)।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্তি পুলিশ (ডিবি) তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেও সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া সাকিনস্থ খলিল মিয়ার বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এর আগেও বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে তাদের ডাকাতি করার ইতিহাস রয়েছে। আমরা যেই বিষয়টি জানতে পেরেছি এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাসা বাড়ি, প্রতিষ্ঠান কিংবা রাস্তা ঘাটে ডিবি পরিচয়ে মানুষকে থামায় এবং অবস্থা বুঝে তাদের সর্বস্ব ডাকাতি করে লুটে নেয়।
এ ঘঁনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।