বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামুন (২৫) ও হাবিবুর রহমান (৪৮) কে ৫০ পিস ইয়াবাসহ এবং সানারপাড় থেকে আল-আমিনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকায় মৃত আবেদ আলীর ছেলে মামুন ও আটি ছাপাখানা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমানকে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এদিকে ্আল-আমিন নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা পেয়েছে পুলিষ। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকাল রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।