নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ব্যাগ বোঝাই ১৪ লাখ টাকাসহ জুয়েল (২৬) নামে এক যুবককে শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড় থেকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আটককৃত জুয়েল জানায়, তার বাড়ি ব্রাম্মনবাড়িয়ার বাঞ্চারামপুরের কড়িকান্দি গ্রাম্ েতার পিতার নাম মোঃ দানেশ মিয়া। তার কাকা মোঃ ফারুক সৌদি প্রবাসী। ফারুক সৌদি থেকে ফোনকরে জুয়েলকে ঢাকার বায়তুল মোকারমে একটি জুয়েলার্সের দোকানে গিয়ে ১৪ লাখ টাকা নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে কয়েকজন পাওনাদারকে দেওয়ার জন্য। জুয়েল আরও জানায়, এই টাকা হুন্ডির টাকা। তবে কোন জুয়েলার্স থেকে টাকা এনেছে সে জুয়েলার্সের নাম মনে নেই বলে জুয়েল জানায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাজহার জানায়, ঢাকা থেকে টাকা বহন করে জুয়েল গ্রামের বাড়িতে যাচ্ছিল্ কিন্তু ওই গাড়িতে কয়েক যুবক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়্ ঘটনাটি জুয়েল গাড়ি চালক ও কন্ডাকটরকে জানালে গাড়ি চালক ফোন করে চিাটাংরোডের দায়িত্বরত পুলিশ সার্জেন্টকে। পরে গাড়ি চালক শিমরাইল মোড় ট্রাফিক পুলিম বক্সের সামনে গিয়ে গাড়িটি থামিয়ে জুয়েলকে টাকাসহ পুলিশের কাছে বুঝিয়ে দেন এ কারণে ছিনতাইয়ের হাত থেকে জুয়েল রক্ষা পেয়েছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরাফত উল্লাহ বলেন , টাকার মালিক দাবিদার লোক ফোন করেছে, সে আসতেছে ।