সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের কাজে না নেওয়ায় শ্রমিক বিক্ষোভ
বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আহসান অ্যাপারেলস গ্রুপের গার্মেন্টসে কিছু সংখ্যক শ্রমিককে কাজে না নেওয়ায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় কারখানার সামনে অবস্থান করে এই বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শ্রমিকদের দাবি, বিগত তিনমাস ধরে তাদেরকে ছাঁটাইয়ের পাঁয়তারা চলছে। ঈদের পর কাজে আসলে এখন তাদেরকে মালিকপক্ষ অনেককেই কর্মস্থলে রাখবে না বলে জানিয়েছে। কিছু সংখ্যক শ্রমিক কাজে রাখা হয়েছে। বাকিদের পরে নেওয়া হবে বলে জানায় মালিকপক্ষ। কাজ করলে সবাই করবে না হলে কিছু সংখ্যক রেখে কাজ করালে তারা কেউ কাজ করবে না বলে জানায় শ্রমিকরা। এখন কাজ না থাকলে এই মহামারীতে কিভাবে চলবে এমনটিই জানায় তারা।
মালিকপক্ষের দাবি, এই মহামারীতে এমনিতেই আমাদের কোন কাজ নেই। কিছু সংখ্যক কাজের অর্ডার আনা হয়েছে। তাই কারখানায় কর্মরত চার ভাগ শ্রমিকের তিনভাগ কাজে নেওয়া হয়েছিল। বাকি একভাগ শ্রমিকদের অর্ডার বাড়লে কাজে নেওয়া হবে জানিয়ে দেওয়া হয়েছে। এসময় তারা কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে শ্রম আইনের ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করা হয়।
এ বিষয়ে জেলা শিল্প পুলিশের এএসপি আইনুল হক জানান, মালিকপক্ষের কাজের অর্ডার কম থাকায় কিছু সংখ্যক শ্রমিককে কাজে নেওয়া হয়নি। পরে নেওয়া হবে বলে জানায় তারা। এসময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শ্রমিকরা সবাই কাজ না করতে পারলে কেউ কাজ করবে বলে জানায়। পরে মালিকপক্ষের সাথে আলোচনা করা হয়। পরে শ্রম আইনের ধারা অনুযায়ী মালিকপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে।