বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে জঙ্গীবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাতেমা জলিল সাথী, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, ১নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি আব্দুল বারেক, আনোয়ার হোসেন আশিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির রাতুল খান, মোঃ রমজান আলী, রবিউল খান, মাকসুদুর রহমান, মেহেী হাছান, কামরুল ইসলাম, মানিক হোসেন মোল্লা, এমডি রাসেল শেখ, মোঃ লিটন, মীর শায়ল্ াআক্তার শেলী ও মোঃ মনির হোসেন প্রমূখ।