বিজয় বার্তা ২৪ ডট কম
মরন নেশা সর্বনাশা মাদকের গ্রাস থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সিদ্ধিরগঞ্জের এক যুবক। নাসিক ৬ নং ওয়ার্ড সুমিলপাড়া মুনলাইট এলাকার মোঃ মোবারক হোসেনের ছেলে ২ সন্তানের জনক মোঃ ফয়সাল দীর্ঘ ৪ বছর ধরে মাদক নেশায় আসক্ত ছিল। প্রশাসনিক হয়রানী ও সামজ থেকে দূরে থাকা ফয়সাল মাদক বিরোধী কয়েকটি আলোচনা সভায় উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একে এম শামীম ওসমান ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্যে মাদক সেবনের ক্ষতিকর দিকগুলো অনুদাবন করে ফয়সাল মাদক নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ফয়সালের এ পরিবর্তনে তার পরিবারে নেমে এসেছে শন্তির হাওয়া। মাদক নেশা ছেড়ে দেওয়ার পর পরিবার ও আশাপাশের লোকদের কাছ থেকে উদার ভালবাসা পেয়ে নিজের অতিত জীবনের প্রতি ঘৃণা প্রকাশ করছেন ফয়সাল। তার মত সমাজে যারা মাদক নেশায় আসক্ত থেকে স্ত্রী পুত্র ও মা বাবার স্নেহ ভালবাসা তথা সমাজ থেকে বঞ্চিত রয়েছে, তারাও যেন মাদক নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে সকলের ভালবাসায় সিক্ত ও প্রশাসনিক হয়রানী থেকে মুক্তি পাওয়ার অনুরোধ জানায় ফয়সাল।