বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে আটি এলাকায় ২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইনের আওতায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়।
জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে ও তিতাস গ্যাসের ডিজিএম মফিজুল ইসলাম, পেশকার জনাব কসিক উদ্দিন ও জনাব নজরুল ইসলাম এবং পুলিশ সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।
মেহেদী হাসান ফারুক জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ১০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগদানকারী কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।