বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে এক যুবতীকে ধর্ষনের অভিযোগে সাঈদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে ঝাঁলকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আজ দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী যুবতী।
গ্রেফতারকৃত মো. সাঈদ(২৬) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঝাঁলকুড়ি এলাকার আইজউদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারী সিদ্ধিরগঞ্জের ঝাঁলকুড়ি পাসপাের্ট অফিসের সামনে আঃ রশিদ মিয়ার বাড়ীর ভাড়া বাসায় এনে ওই যুবতীকে সাঈদ জোরপূ্র্বক ধর্ষন করে। এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে অভিযুক্ত সাঈদ একাধিকবার ধর্ষন করে। ধর্ষনের অভিযোগে এনে রাতে থানায় অভিযোগ করেন ওই যুবতী। পরে তার অভিযোগের ভিত্তিতে সাঈদকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নেওয়া হয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এক যুবতীর ধর্ষনের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।