বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৫ যাত্রী। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে চৌধুরীবাড়ি পিএম গার্মেন্টসের সামনে বেকার বাস ও লেগুনার মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে লেগুনার পাঁচ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে এক শিশুর (১০) অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী নূর-আলম জানান, ঢাকা গামী একটি বেকার বাস এবং চাষাড়া গামী একটি লেগুনার মধ্যে চৌধুরীবাড়ি পিএম গার্মেন্টেসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে লেগুনাটি বেকারে সাথে বাড়ি খেয়ে রাস্তায় উল্টে পড়ে যায়। লেগুনাতে সব মিলিয়ে ৭/৮জন যাত্রী ছিলো। পরে বেকার গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকলে আরকে গ্রুপের সামনে এসে আরেকটি কভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় গাড়িটি বন্ধ হয়ে গেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা লেগুনার আহত যাত্রীদের উদ্ধার করে। এদের মধ্যে তিনজন মারাত্মক আহত হয়। যার মধ্যে অজ্ঞাত এক শিশু (১০) ছিলো। আহত তিনজন হলো-ফাতেমা (২৫), আনসার সদস্য মিজানুর রহমান (৩২) এবং অজ্ঞাত শিশু (১০)। আহত আনসার সদস্য মিজান এবং শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে এবং ফাতেমাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে খানপুর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, সড়ক দূর্ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকেও আটক করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।