বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ একতা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক মরহুম ফজলুল হক ফজলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকাস্থ একতা সংসদ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
একতা সংসদের সভাপতি মো: গিয়াস উদ্দিন গেসুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহজালাল কালুর পরিচালনায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সমাজ কল্যান তহবিলের সভাপতি মো: ইয়ার হোসেন, পাঁচতারা সংসদের সভাপতি আলী আকবর খান, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদু, বিএনপি নেতা এমএ হালিম জুয়েল, আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ণ শিমরাইল শাখার যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় মরহুমের বর্নাঢ্য জীবনের স্মৃতি চারন করে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। পরে কোরআনখানী, মিলাদ মহফিল শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পাঠ করা হয়।