বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লাস্থ হাজী সামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক সহকারী শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেছে ছাত্র-ছাত্রীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত স্কুলের সামনের সড়কে এ বিক্ষোভ প্রদর্শন করে তারা। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ চলার সময় স্কুল থেকে সটকে পড়ে প্রধান শিক্ষক। খবর পেয়ে স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি মির্জা নাসরিন হক ও অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঐ শিক্ষককে ফিরিয়ে আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়ে ক্লাসে ফিরে যায়।
ছাত্র-ছাত্রীরা জানায়, মঙ্গলবার সকালে মুয়াজ আহামেদ ফাহিম নামে এক সহাকারী (ইংরেজী) শিক্ষক পদত্যাগ করে। শিক্ষার্থীদের অভিযোগ ঐ শিক্ষক প্রধান শিক্ষকের মানসিক যন্ত্রনা ও চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। ইংরেজি শিক্ষক মুয়াজ আহমেদ ফাহিমের পদত্যাগের খবর ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়লে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী শ্রেণী কক্ষ থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার প্রাক্কালে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের ইঙ্গীত পেয়ে স্কুলের প্রধান শিক্ষক হোসেন আহামেদ স্কুল থেকে সটকে পড়ে। শিক্ষক মুয়াজ আহমেদ ফাহিমকে ফিরিয়ে আনার দাবিতে ছাত্র-ছাত্রীরা দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মির্জা নাসরিন হক ও অন্যান্য সদস্যরা জরুরী বৈঠকে বসে। পরে পদত্যাগকারী শিক্ষক মুয়াজ আহামেদ ফাহিকে চাকুরীতে ফিরিয়ে আনার আশ্বাস দিলে শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্লাসে ফিরে যায়।
এবিষয়ে পদত্যাগকারী শিক্ষক মুয়াজ আহামেদ ফাহিম জানান, প্রধান শিক্ষকের মেন্টাল টর্চারসহ নানা যন্ত্রনায় আমি চাকুরী থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। মান সম্মানের ভয়ে আমি পদত্যাগ করি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হোসেন আহামেদ জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মির্জা নাসরিন হক ও কমিটির অন্যান্য সদস্যরা এসেছিলেন। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে পাঠিয়েছেন। সমস্যা সমাধানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর বেশি কিছু বলতে পারবো না।