বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে নির্মানখাতে নারী শ্রমিকদের অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সহযোগীতায় বৃহস্পতিবার দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এ কর্মশালার আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা শ্রমজীবি নির্মাণ শ্রমিক ইউনিয়ন। কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলা শ্রমজীবি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীম আরা লাভলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী জনাব হারুনুর রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন আইএলও’র প্রকল্প বিশেষজ্ঞ আব্দুল জলিল, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতি শিপলু, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহিন, আমাদের সময় ডট কমের জেলা প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, দৈনিক আমাদের সময় পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজিব, দৈনিক খবরের পাতার ফটোগ্রাফার বিশাল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওমর ফারুক। কর্মশালায় ৩৫ জন নারী নির্মাণ শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ, সচেতনতা, শ্রম আইনে শ্রম অধিকার, নারী বৈশম্য এবং নারাী নির্মাণ শ্রমিকের অধিকার, শিশু অধিকার ও শিশু শ্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ ছাড়াও ভিডিও চিত্রের মাধ্যমেও তাদেরকে সার্বিক ধারনা দেওয়া হয়।
