নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
“ধুমপান মুক্ত বাংলাদেশ চাই” এ শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় সিদ্ধিরগঞ্জে ধুমপান বিরোধী আন্দোলনে সকলকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরন করেছে নো স্মোকিং ক্লাব বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে শুক্রবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাতে গ্রুপ ভিত্তিক বিভক্ত হয়ে এ লিফলেট বিতরন করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনভর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম স্থলে এ লিফলেট বিতরন করা হয়। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান, ব্যবস্থাপনা, গন সচেতনা ও মনিটরিং করছেন সংগঠনটির আহ্বায়ক প্রফেসর, সাংবাদিক এ.আর. ফররুখ আহমেদ খসরু, সদস্য সচিব নুর আলম, পরিকল্পনা পরিচালক জিল্লুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাকিল আহমেদ প্রধান ও সদস্য মামুনুর রহমান অনিক, কামাল হোসেন।
ধুমপান বিরোধী আন্দোলনে সকলকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে লিফলেটে উল্লেখ করা হয়, প্রতিটা মাদকসেবী প্রথমে ধুমপানের মাধ্যমে মাদকের জীবনে প্রবেশ করে। ধুমপান শুধু নিজেরই নয়, নষ্ট করতে পারে আপন সন্তানের জীবন। দুই সিগারেটের পরিমান নিকোটিন ইনজেকশনের মাধ্যমে একজন সুস্থ্য ব্যক্তির দেহে প্রবেশ করালে সে তাৎক্ষনাক মৃত্যু বরন করতে পারে। ধুমপায়ীদের ঘরে জন্ম নিতে পারে বিকলাঙ্গ শিশু। ধুমপান দারিদ্রতার অভিশাপ বয়ে আনে। আসুন ধুমপানমুক্ত বাংলাদেশ গড়ি।
সংগঠনটির সদস্য সচিব নুর আলম লিফলেট বিতরনকালে গনমাধ্যম কর্মীদের বলেন, মাদকাসক্তের প্রাথমিক ধাপ হচ্ছে ধুমপান। অন্যদিকে মাদকাসক্তরা সমাজের বোঝা হয়ে দাড়িয়েছে।
তাই দেশ ও জাতিকে রক্ষা করতে আমাদের এই আন্দোলন।
এছাড়াও তিনি এ সংগঠনের উদ্যোগে আগামী ৩০ মে “বিশ্ব তামাক মুক্ত দিবস” উপলক্ষে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি র্যালি ও গন সচেতনার জন্য আলোচনা সভা করা হবে বলে জানান। এ কর্মসূচীতে সকলকে উপস্থিত থাকারও আহ্বান জানান তিনি।