বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টেকনাফ থেকে আসা লবন বোঝাই কভার্ডভ্যান থেকে ৫৯ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় কভার্ডভ্যানটি জব্দ করা হয়।
বুধবার রাতে সানাড়পাড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১ একটি দল ইয়াবাসহ দুইজনকে আটক করেছেন।
আজ এক প্রেস বিফ্রিং এ র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরে টেকনাফ থেকে ঢাকার ধামরাইগামী একটি কভার্ডভ্যান থেকে ৫৯ হাজার ইয়াবা উদ্ধার করি আমরা। এঘটনায় ওই কভার্ডভ্যানের চালক জিয়া (৩৮) ও তার সহযোগী মুন্না ওরফে আলাউদ্দিন (২২)কে আটক করা হয়। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ হতে কাভার্ড ভ্যানে লবণের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। এছাড়াও তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা আনয়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
পরে আটককৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং০৯)।