বিজয় বার্তা ২৪ ডট কম
দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশাল এ র্যালীটি সিদ্ধিরগঞ্জের হাজারিবাগ দক্ষিন জেলেপাড়া মন্দির থেকে চিত্তরঞ্জন কটন মিল্স হরিসভা মন্দির হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে দুপুর ১২ টায় একই স্থানে শেষ হয়। র্যালীতে সকলের জন্য শান্তি কামনা করা হয।
বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত র্যালীতে সিদ্ধিরগঞ্জের ৬টি মন্দিরের সহ¯্রাধিক সনাতন ধর্মের লোকজন অংশ নেয়। র্যালীটি সকাল ৯ টায় হাজারিবাগ দক্ষিন জেলেপাড়া মন্দির থেকে চিত্তরঞ্জন হরিসভা মন্দির ও গোদনাইল ইব্রাহীম কটন মিলস্ মন্দির হয়ে গোদনাইল ২নং বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জ-শিমরাইল মেইনরোড দিয়ে চৌধুরী বাড়ী বাসস্ট্যান্ড হয়ে হাজারিবাগ দক্ষিন জেলেপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালীর শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ টহলে ছিলেন। ফলে র্যালীটি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয়।
বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহবায়ক শিশির ঘোষ অমর ও সদস্য সচিব বাসু দেব সিং এর সার্বিক তত্বাবধানে র্যালীতে ২নং ঢাকেশ্বরীর ইব্রাহীম টেক্সটাইল মিলস দেব মন্দির পূজাঁ মন্ডপ এর সভাপতি মদন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মাদব চন্দ্র দাস, চিত্তরঞ্জন কটন মিলস্ হরিসভা মন্দির পূজাঁ মন্ডপের সভাপতি প্রাণ গোপাল দাস (হারু) ও সাধারণ সম্পাদক বাবু রনজিৎ মল্লিক, চিত্তরঞ্জন কটন মিলস্ আচার্য্যবারি পূজাঁ মন্ডপের সভাপতি বাবু স্বদেশ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বাবু বলাই রায়, লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ মন্দির পূজাঁ মন্ডপের সভাপতি বাবু কালিপদ মল্লিক ও সাধারণ সম্পাদক বাবু বিজয় সরকার, হাজারীবাগ দক্ষিন জেলেপাড়া পূজাঁ মন্ডপের সভাপতি শ্রী খোকন বর্মন ও সাধারণ সম্পাদক শ্রী টিটন বর্মন, হাজারীবাগ উত্তর জেলেপাড়া পূজাঁ মন্ডপের সভাপতি বাবু জীবন চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক বাবু খোকন চন্দ্র বর্মনসহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার সহ¯্রাধিক হিন্দুধর্মাবলম্বী লোক উপস্থিত ছিলেন। র্যালীতে অংশ নেয়ায় এবং র্যালীটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হওয়ায় সকলকে পূজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
