বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারি এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে নাজমা আক্তার সানজিদা(৩১) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২২ জুন) রাত সাড়ে ১১ টায় নিমাই কাশারি বাজার সংলগ্ন আব্দুর রহিমের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমা আক্তার সানজিদা ওই বাড়ির ভাড়াটিয়া নাদিমের স্ত্রী।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান, চলতি মাসের এক তারিখ থেকে ওই বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে তাঁরা বসবাস শুরু করে। গত বুধবার দুপুরে সানজিদা’কে রান্না-বান্না করতে দেখে বাড়ির অন্যান্য বাসিন্দারা। কিন্তু এর পর থেকে ওই ঘর তালাবদ্ধ দেখা যায়। পরে শুক্রবার রাত থেকে ওই ঘর থেকে দুর্ঘন্ধ বের হচ্ছিল। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের উপর ওই গৃহবধূর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই দিন আগে শ্বাসরোধ করে ওই গৃহবধূকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তবে ময়না তদন্তের পর হত্যার আসল রহস্য জানা যাবে।