বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে গরুর হাট দখল নিতে সন্ত্রাসীরা মহড়া দিয়েছে। মঙ্গলবার রাত ৮টার গোদনাইল নাসিক ৮নং ওয়ার্ডে ঢাকেশ্বরী ইব্রাহীম টেষ্টাইল মিলিস্ বালুর মাঠের হাটটি দখল নিতে ২নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ড, বাজার ও হাটের আশপাশে নাসিক ১০ ওয়ার্ড, ৮নং ওয়ার্ড ও ফতুল্লা নায়ামাটির চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, দূর্ধর্ষ ক্যাডার, দেড় শতাধিক মাদক ব্যবসায়ী এ মহড়া দেয়। এসময় পথচারী ও দোকানদারদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে এদিক ওদিক ছুটা ছুটি ও দোকান বন্ধ করতে দেখা গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক ঈদুল আযাহা উপলক্ষে ৮নং ওয়াডের্র ঢাকেশ্বরী ইব্রাহীম টেষ্টাইল মিলস্ বালুর মাঠের কোরবানীর হাটের ইজারা পায় সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতি লিঃ। এ হাট দখল নিতে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, দূর্ধর্ষ ক্যাডার নাসিক ১০ ওয়ার্ড নামধারী ছাত্রলীগ নেতা আমির হোসেন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা মামলার আসামী ও ডাকাতি করার সময় র্যাব কতৃক গুলি বিদ্ধ আমির হোসেন মেঙ্গ, জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, হত্যাসহ একাধিক মামলার আসামী ফতুল্লা নয়ামাটির চুন্নুর নেতৃত্বে দেড়শতাধিক সন্ত্রাসী মঙ্গলবার রাত ৮ টার দিকে হাট এলাকা ও আশ পাশে মহড়া দিয়েছে। এসময় পথচারী ও দোকানদারদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে এদিক ওদিক ছুটা ছুটি ও দোকান বন্ধ করতে দেখা গেছে।
৮নং ওয়ার্ডের ঢাকেশ্বরী ইব্রাহীম টেষ্টাইল মিলস্ বালুর মাঠের কোরবানীর হাটকে কেন্দ্র করে যাতে কেউ কোন রকম নাশকতামুলক কর্মকান্ড, চাঁদাবাজি, মারামারি ও সংঘর্ষে লিপ্ত হতে না পারে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
