বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে কুড়িয়ে পাওয়া শিশু ফখরুল (৬) এর ঠিকানা হলো আশ্রয় কেন্দ্রে। জাতীয় শোক দিবসের দিন (১৫ আগষ্ট) মৌচাক বাসস্ট্যান্ডে ওই এলাকার বাসিন্দা ইয়াছিনের স্ত্রী সুরাইয়া (৪৮) শিশুটিকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। তিনি শিশুটির নাম ঠিকানা জানতে চাইলে সে নাম ফখরুল, বাবা সোহরাব ও ঠিকানা পাক্কারমাথা ছাড়া আর কিছুই বলতে পারছেনা। পরে তিনি শিশুটির ঠিকানা ও স্বজনদের অনেক খোঁজাখুজি করে না পেয়ে বুধবার (১৭ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। পুলিশ আইনি পক্রিয়া সম্পন্ন করে বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারী আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মু. সরাফত উল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন। গনমাধ্যম ও আইনশৃংখলা বাহিনীর সহায়তায় শিশুটি তার পিতামাতাকে খুঁজে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
