বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে দীর্ঘ দিনের অসুস্থ্যতায় হতাশাগ্রস্থ হয়ে মো: নুরনবী (৩০) নামে এক সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় নুর ইসলামের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
আত্মহননকারী নুরনবী জয়পুর হাট জেলার কেতলাল থানার তেলমোয়ালী গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে। তার একটি কন্যা সন্তান রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য থাকায় তার স্ত্রী গার্মেন্টসে চাকরী করে সংসারের ভরন পোষন চালাচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানায়, দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য হয়ে নুরনবী হতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। সে সুবাধে তার স্ত্রী গার্মেন্টসে চাকরী করে তার চিকিৎসা এবং সংসার চালাতেন। নিজে জীবিত থাকার পরও স্ত্রী সন্তানের ভরণ পোষণ করতে না পারায় হতাশাগ্রস্থ হয়ে তার স্ত্রী কর্মস্থলে থাকা অবস্থায় ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরে তার স্ত্রী কর্মস্থল থেকে বাসায় ফিরে ঘরের দরজা না খুলায় ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে থানা পুলিশে জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।