বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে নানি-নাতিকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- পারভীন আক্তার (৫০) ও তার নাতি মেহেদী (৯)। পারভীন আক্তার ওই বাড়ির কেয়ারটেকার ছিল বলে জানিয়ছে এলাকাবাসী। আজ সকালে ওই তালাবদ্ধ কক্ষ থেকে দূর্গন্ধ বের হলে, এলাকাবাসী পুলিশে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন গিয়ে তালা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত পারভীন আক্তারের মেয়ের জামাই নবী আউয়ালকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সাধারণ ডায়রীতে নিহত মেহেদী হাসানের পিতা নবী আউয়াল উল্লেখ্য করেন, ৩০’ডিসেম্বর সকাল ১১টায় নানী পারভীন আক্তার (৫০) ও নাতী মেহেদী হাসান (৯) বাসা বের হয়ে আর ফিরে আসেনি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সাত্তার জানান, গত বছরের ৩০ ডিসেম্বর সকাল থেকে ওই নানী-নাতী নিখোঁজ ছিল মর্মে গত ৩ জানুয়ারী সিদ্ধিরগঞ্জ থানায় নিহত নাতীর মেহেদী হাসানের পিতা নবী আউয়াল বাদী হয়ে একটি সাধারণ ডায়রী (নং-১৩১) করে ছিল। নিহত পারভীন আক্তারের স্বমীর নাম মৃত আব্দুর রহিম। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১শ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন জানান, মেয়ের জামাই নিজেই সংবাদ দিয়েছে হত্যা করা হয়েছে, যেহেতু প্রথমে সংবাদ দেয়া হয়েছে, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লাশ থেকে ধারনা করা হচ্ছে ৫ থেকে ৬ দিন আগেই গলাটিপে তাদেরকে হত্যা করা হয়েছে।