বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোদনাইল চৌধুরীবাড়ি ও মৌচাক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, চৌধুরীবাড়ি এলাকার মৃতঃ দিল মোহাম্মদের ছেলে শাহজাহান (৫৪) ও মৌচাক এলাকার মৃতঃ শাহ আলম এর ছেলে সুমন (২৭)। এসময় তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইলে মামলা করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই রোকসানা জানান, শনিবার রাতে এস আই জসিম উদ্দিন চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান (৫৪) কে ৪০ পিছ ইযাবা সহ গ্রেপ্তার করে। অন্যদিকে এস আই সুজন বিশ্বাস মৌচাক এলাকায় অভিযান চালিয়ে সুমন (২৭ কে ২০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদি হয়ে পৃথক মাদক মামলা করেছে। রোববার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

