বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫৫পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতাররা হলো- আজিবপুর এলাকার মৃত আঃ জব্বারের ছেলে সালাউদ্দিন (৩২) ও আদমজী কদমতলী এলাকার অবুল হোসেনের ছেলে শাহ আলম (৪০)। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জপুল ও আদমজী ইপিজেডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা উভয়েই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রোববার দুপুরে আদালতে প্রেরন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান শনিবার ভোররাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদীয়া হোটেলের সামনে থেকে সালাউদ্দিনকে ৩০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেন।
অপরদিকে উপপরিদর্শক (এসআই) আদমজী ইপিজেডের সামনে অভিযান চালিয়ে শাহ আলমকে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) এর সত্যতা নিশ্চিত করেছেন।

