বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের চিহিৃত নারী মাদক ব্যবসায়ী রোকসানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুলাই) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকার শহিদুল্লার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ রোকসানার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক সম্রাজ্ঞী রোকসানার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে ৮টিসহ মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক সম্রাজ্ঞী।
সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, মাদক সম্রাজ্ঞী রোকসানার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। সে সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী। শুক্রবার ভোর রাতে গোপনসংবাদের ভিত্তিতে তাকে ৩০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। রোকসানা সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকার মৃত আয়নাল হকের স্ত্রী। এ ঘটনায় মাদক বিরোধী আইনে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।