বিজয় বার্তা ২৪ ডট কম
দেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ার আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে অনুষ্ঠিত জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যায়লের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ আব্দুর রহিম মেম্বার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কলামনিষ্ট ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ আব্দুল অদুদ, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি নাজমুন নাহার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ একে এম রহমতুল্লাহ, হাজী বাদশা মিয়া, এম এ মতিন, হাজী ইমাম হোসেন, আনোয়ার হোসেন, সাবেক সদস্য ফারুক হোসেন, শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় সভাপতি আব্দুর রহিম মেম্বার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রবেশ করতে দেয়া হবে না। যারাই এ ঘটনার সাথে সম্পৃক্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তান কোথায় যায় কি করে তার খেয়াল রাখতে হবে সর্বদা। তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমার ভাই কোথায় যায় কোন পথে হাটে তার প্রতি খেয়াল তোমাকেই রাখতে হবে। বিশিষ্ট সাংবাদিক, কলামনিষ্ট ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ আব্দুল অদুদ তার বক্তব্যে বলেন, ইসলাম, আমাদের সামাজিকতা ও রাষ্ট ব্যবস্থায় জঙ্গীবাদ নিষিদ্ধ। এটি আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীদের পাতানো ফাঁদ। এ ফাঁদে পা দেয়া কোন বুদ্ধিমান মুসলমানের কাজ নয়। তাই জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে উৎখাত করে দেশ প্রেমের মহান আদর্শে উজ্জীবিত হতে হবে। স্কুলটির ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ এ কে এম রহমতুল্লাহ বলেন, বর্তমান প্রধান মন্ত্রীর নেত্রীত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশে বিশৃংখলা করতে একটি স্বার্থনীশি চক্র দেশে অরাজকতা করছে। আমরা তার নিন্দা জানাই। তিনি বলেন, আনন্দলোক বিদ্যালয়ের কোন ছাত্র-ছাত্রী জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিদিন নিয়মিত স্কুলে আশতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে। ধারাবাহিকভাবে স্কুলে না আসলে সেই শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ অনুযাগী আইন প্রয়োগকারী সংস্থার নিকট প্রদান করতে আমরা বাধ্য হব। এম এম মতিন তার বক্তব্যে বলেন, অভিভাবকরা নিজ নিজ সন্তানদের সর্বদা খোজখবর নিবেন। আপনার সন্তান বিপথগামী হয় কিনা তা পর্যবেক্ষন করবেন এবং কাদের সাথে মিশে তা ভালোভাবে লক্ষ্য করবেন।
