বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের ৪ নং ওয়ার্ডে ইজারাহীন অস্থায়ী দু,টি অবৈধ গরুর হাট পরিচালনা কারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শীতলক্ষ্যা নদী থেকে ট্রলারবাহী গরু টানাটানি নিয়ে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা বিরাজ করছে। গরু টানাটানি নিয়ে দু,টি হাট পরিচালনা কারীদের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
জানা গেছে, নাসিক ৪ নং ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ে মনোয়ারা জুট মিল সংলগ্ন বিআইডব্লিউটিএ‘র সরকারি জমিতে ইজারাহীন ভাবে একটি ও আটি হাউজিং এলাকায় একটি অস্থায়ী গরুর হাট বসানো হয়েছে। শীতলক্ষ্যার পাড়ে জুয়েলগং আর হাউজিং এলাকায় হাবিবুল্লাহ হবুলগং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট বসায়। অবৈধ ভাবে বসানো হাট দু,টিতে গরু উঠানোর জন্য দু,হাটের দু,টি সন্ত্রাসী গ্রুপ নদীর পাড়ে মহড়া দিচ্ছে। নদী দিয়ে গরুবাহী কোন ট্রলার গেলেই এসব সন্ত্রাসীরা জোর করে ট্রলার থামিয়ে বেপারীদের বাধ্য করছে তাদের হাটে গরু উঠাতে। গরু টানাটানি নিয়ে ওই দু,টি হাটের সন্ত্রাসীরা গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলে গরু সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে দু,হাটের লোকজনই পাল্টা পাল্টি অভিযোগ জানায়। জুয়েলগংরা জানায় তাদের হাটের গরু হবুলগংরা জোর করে নিয়ে যাচ্ছে,হবুলগংরা জানায় তাদের হাটের গরু জুয়েলগংরা জোর করে নিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, গরু টানাটানি নিয়ে দু,হাটের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় দু,হাটের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। তাই অবৈধ ভাবে বসানো দু,টি হাট পরিচালনা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার দাবি জানিয়েছে সচেতন মহল।

