বিজয় বার্তা ২৪ ডট কম
জামিনে থাকা সিদ্ধিরগঞ্জের সেই ১১ ক্যাডারের মধ্যে ৪ ক্যাডারের জামিন বাতিল করে কারাগারে প্রেরন করেছে আদালত। তারা হলো- মাদারীপুরের চিহ্নিত বিএনপির ক্যাডার ও ফেরারী আসামী চিহ্নিত চাঁদাবাজ কাইল্লাহ হেকিম, রোকন, সরল, মনির ড্রাইভার। এদিকে ৪ ক্যাডার কারাগারে যাওয়া এলাকায় সস্তি ফিরে এসেছে। সোমবার নারায়ণগঞ্জ আদালতে চাঁদাবাজি মামলার হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। এরা সকলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি ইয়াছিন মিয়ার একনিষ্ট কর্মী।
মামলা সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জে সাহেবপাড়া এলাকায় ঢাকা যুবলীগ নেতা হুমায়ুন কবির বাড়ি নির্মাণ করছে। এতে ক্ষমতাশিন দলের ১১ ক্যাডার জোর করে বাড়িতে কাজ চায়। কাজ না দিলে এলাকায় কোন বাড়ি উঠবেনা। এ সময় হুমায়ন কবির বাধা দিলে চিহৃত চাঁদাবাজ রোকন, হেকীম, সরল ,মনিরসহ আরো ৭-৮ জন মিলে মারধার করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় হুমাছুন করি ক্ষতাশিন দলের যুবলীগের ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রোকনকে গ্রেপ্তার করে। পরে হেকমী গ্রেপ্তার হয়। এ মামলা অন্যান্যরা জামিন নিয়ে আসে। সোমবার পুনরায় জামিন চাইলে আদালত ৪ ক্যাডারকে কারাগারে পেরন করে। এদিকে তাদের কারাগারে যাওয়ার কারনে এলাকাবাসীর সস্থি ফিরে পেয়েছে।