বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের রমজান আলী (৬০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মারা গেছেন। রোববার (৩ মে) সকালের দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রমজান আলী সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মৃত সিরাজ ভূঁইয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার কয়েদি নং ১৫২৯/এ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এর জেলার উম্মে সালমা জানান, কয়েদি রমজান আলী শনিবার সকাল ৬টার অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন