বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের মিজমিজির দক্ষিণবাতানপাড়া বিল এলাকায় এলাকার চিহ্নিত কয়েক প্রভাবশালী ব্যক্তি শত শত মানুষের জমিদখল জবর দখল করে অবৈধভাবে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করার কারণে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শত শত বিঘা অন্যের জমিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি আটকে রাখায় মানুষের ঘরবাড়িতে পানি থৈ থৈ করছে। অবস্থা দেখে মনে হচ্ছে এটা যেন সিলেটের হাওর অঞ্চল। এলাকাবাসীকে পানিবন্দী হয়ে রাখার পাশাপশি ওই প্রভাবশালীরা মাছ চাষের নামে সেখানে রাতের বেলায় মাদক ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে।সন্থ্যার পর পরই এলাকাটি নিরব থাকায় এখানে কয়েকটি মানুষের লাশও উদ্ধার করেছিল পুলিশ। মাদক ব্যবসা ও নারী ব্যবসা জমে উঠে রাতের বেলায়। সাধারন মানুষ রাতের বেলায় ওই এলাকা দিয়ে যাতায়াত করতে সাহস পায়না জীবনের ভয়ে। ঐলাকাবাসীরা অভিযোগ করেন, এলাকার তালেব আলীর ছেলে নয়াব মিয়া (সরদার), মৃত সোনা মিয়ার ছেলে কামাল, মৃত আঃ করিমের ছেলে মোঃ আলমগীর ( মাদক ও নারী ব্যবসায়ী), মোঃ সাহাবুদ্দিনের ছেলে মোঃ শুক্কুর মিয়া, কাশেম মাওলানার ছেলে বাবু, জলিল সরদারের ছেলে আঃ আজিজ, তেরা মার্কেটের মোঃ কাশেমের ছেলে মোঃ জাহিদ হোসেন, মিজমিজি পূর্বপাড়ার সুরুজ মিযার ছেলে আউয়াল, মৃত মালেকের ছেলে আনোয়ার, সাহাবুদ্দিনের ছেলে রুহুল আমিন, ইউনুছের ছেলে ইকবাল, বাতানপাড়া ক্যানেলপাড় দুধ মিয়ার ছেলে ফেন্সী আলী ও আলীর স্ত্রী ফেন্সী ব্যবসায়ী। এরা মাছ চাষের নামে এলাকায় মাদ;ক ও নারী ব্যবসাসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হওয়ায় এলাকাবাসী তাদের ভয়ে মুখ খুলে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। গতকাল সোমবার সরেজমিনে বাতানপাড়ায় গেলে ভুক্তভোগীরা তাদের নাম প্রকাশ না করার শর্তে সংবাদকর্মীদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। শত শত মানুষ সারাজীবনের সঞ্চয় দিয়ে এক খন্ড জমি কিনেছে এখন সেখানে বাউন্ডারী করার মত কোন পরিস্থিতি নেই ৫-৬ ফুট পানির নিচে জমি তলিয়ে থাকার কারণে। যদিও এলাকাটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের মধ্যে তথাপিও ওই বিলের জমিতে এখনো ধান চাষাবাদ করা হয়। কিন্তু অপরিকল্পিথবাবে ও জোর করে অন্যের জমি জবর দখল করে বাঁধ চতুর্র্দিকে বাঁধ দেওয়ায় এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। ছোট ছোট ছেলে মেয়েরা ওই পানি ভেঙ্গে স্কুলে যেতে পারছেনা। তাছাড়া এলাকায় দেখা দিয়ে পানিবাহিত নানা রোগ ব্যাধি।মাদক, নারী ব্যবাসায়ী উল্লেখিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য এলাকাবাসী র্যাবের হস্তক্ষেপ কামনা করেন।
