বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ার, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর মাতা মোছাঃ মনোয়ারা বেগমের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ এপ্রিল ) বাদ আছর শহরের চাষাড়া নবাব সলিমুল্লাহ রোডে এই জানাযা অনুষ্ঠিত হয় ।
জানাজা শেষে কুমিল্লা হোমনা উপজেলায় পারিবারিক কবরস্থানে মরহুমা কে দাফন করা হবে ।
এ সময় জানাযায় অংশ করেন , নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ্ নিজাম, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সাবেক সহ সভাপতি ( অর্থ ) জিএম ফারুক, জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয় প্রমুখ ।
প্রসঙ্গঃ বুধবার ( ১১ এপ্রিল ) ভোর ৬ টা ৪০ মিনিটে ৮৪ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হসপিটাল এ ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন । মৃত্যু কালে তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য শুভাকাংঙ্খি রেখে গেছেন।