বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক দাঙ্গা ও উস্কানি বন্ধের দাবিতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মুফতী আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি নুরল হক চিশতী, এসময় আরো উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা আঃ আজিজ আল-হাবিব, মাওলানা মুফতি আনিছুর রহমান, মাওলানা আবু নাসের মুসা, জেলা গাউসিয়া কমিটির সভাপতি আবু জাফর মো.টিপু,মহানগর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা ইসলামী যুবসেনা আহ্বায়ক আফজাল হোসেন তালুকদার,জেলা ছাত্রসেনা সভাপতি মো.হাসান, আবুল হোসাইন,সাইফুল ইসলাম জিহাদ, পীর মুহাম্মদ সহ জেলা ও থানার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসলীরা।
এসময় বক্তরা বলেন, সারাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বিস্কারের লক্ষে জঙ্গীগোষ্ঠী অপতৎপরতা শুরু হয়েছে।এটাকে টার্গেট বেরে তারা বিভিন্ন লোককে বিভিন্নভাবে উস্কানি দিয়ে কিংবা বিভিন্ন সংগঠনে ঢুকে সাম্পদায়িক দাঙ্গা ছড়ানোর চেষ্টা চলাচ্ছে। বিভিন্ন জায়গায় এ অপকর্মে তার সফলও হয়েছে। এসব কর্মকান্ডের প্রতিবাদে আমাদের আজকের এই সমাবেশ। এ দেশ অলি আউলিয়ার স্মৃতিধণ্য দেশ, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের পীর মাশায়েখ এবং সুন্নী জনগন সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করে আসছেন।আমরা দুঃখের সাথে লক্ষ করছি যে, দেশে ইদানিং সবচেয়ে বড় সমস্যা হিসেবে আর্বিভূত হয়েছে জঙ্গীবাদ। ইসলামে দোহাই দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা, ভিন্ন ধর্মীলম্বী মানুষদের উপর আক্রমন এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উস্কানিমূলক কর্মকান্ড করে যাচ্ছে এসমস্ত জঙ্গীরা।ইসলাম এটা কোন ভাবেই সমর্থন করেনা।রাসুলে পাক(দঃ) এর মদিনা সনদে প্রত্যেক ধর্মালম্বীকে তার নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা ও সহযোগীতা প্রদানের কথা বলা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আত এই মতাদর্শে পরিপূর্নভাবে বিশ্বাসী আমরা এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এসব অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।