বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব(ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা। আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম,জামপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ আশরাফুল ভুইয়া মাকসুদ, সনমান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবুল হোসেন প্রমুখ।
এসময় হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে বিশেষ দোয়া করা হয়।এর আগে তার জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম দেয়া হয়।