বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহকুমা ও জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও সাবেক জাতীয় ফুটবলার এস.এম সালাউদ্দিন আজ (৩১ মে) ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু সহ সকল কর্মকর্তাগণ এই কৃতি ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ক্রীড়া সংস্থার শোক বার্তায় জানানো হয়েছে জেলার এই কৃতি ফুটবলার নিজ মহকুমা ও জেলা দলের হয়ে কৃতিত্বের সাথে ফুটবল খেলেছেন। তাঁর আকষ্মিক মৃত্যুতে ক্রীড়া সংস্থার সকল ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়গণ শোকাহত। শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করা হয়েছে।