প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
আমি জাফর আহমদ দৈনিক আজকের জন্মভূমির মালিক/প্রকাশক/সম্পাদক ‘নারায়ণগঞ্জ নিউ পেপার ওনার্স এসোসিয়েশন’ এর সাথে সম্পর্ক ছিন্ন করছি। মহল বিশেষের হাতে সংগঠনটির নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন কুক্ষিগত হয়ে গেছে এবং গঠনতন্ত্র পরিপন্থি, স্বেচ্ছাচারী ও অনিয়মতান্ত্রিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এহেন পরিস্থিতিতে আমার পক্ষে সংগঠনের সাথে জড়িত থাকা কোনভাবেই সম্ভব নয়। একারণেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। জাফর আহমদ (মালিক/সম্পাদক ও প্রকাশক-দৈনিক আজকের জন্মভূমি)। এর আগে আনিসুল ইসলাম সানি ও প্লাবন রাজুও পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে সম্পর্ক ছিন্নের খবর গনমাধ্যমে জানান।
