বিজয় বার্তা ২৪ ডট কম
আর মাত্র কয়েকমাস বাকী নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দিপনা বিরাজ করছে। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে একাধিক প্রার্থীদের মধ্যে জনগনের মনোনীত ও জন নন্দিত কাউন্সিলর প্রার্থী হিসেবে আলহাজ্ব মতিউর রহমান(মতি) কে গরিব,দুঃখী, অসহায় মানুষের বন্ধু ও মাদকের বিরুদ্ধে আপোসহীন ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। এই ওয়ার্ডে সাধারন জনগনের অভিমত আলহাজ্ব মতিউর রহমান(মতি) বিকল্প নেই। তিনি নিঃসন্দেহে অসহায় নির্যাতিত মানুষের পরম বন্ধু।এবং সাধারন ব্যবসাহীক ভোটারদের দাবী,সময়ে-অসময়ে,সুখে-দুঃখে সর্ব সময় আলহাজ্ব মতিউর রহমান(মতি) পাশে পাবন । নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যবেক্ষন করে এমনটাই মিলেছে যে তারা আর ভূল করতে রাজি নন। মানুষের বিপদের কথা শুনে যিনি আহার-নিদ্রা,নিশি-রজনী উপেক্ষা করে জনগনের উপকারে নিজেকে বিলিয়ে দেন এরুপ প্রার্থীকে তারা হাতছাড়া করতে চান না। যোগ্য প্রার্থী হিসেবে তারা আলহাজ্ব মতিউর রহমান(মতি)কেই মনোনীত করবেন। এ ব্যাপারে এই প্রতিবেদকের একান্ত সাক্ষাতকারে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান(মতি) বলেন,আমি ৬নং ওয়ার্ডের মানুষকে কিছু উপহার সৌরভ কিছু দিতে চাই । জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে মরে যেতে চাই।যাতে আমার মৃতুর পরও আমার কর্মের কারনে আমাকে স্মরণ রাখে । আল্লাহ সহায় হলে আর আপনারা যদি আমাকে বিজয়ী করতে পারেন ইনশাআল্লাহ আমি অত্র ৬নং ওয়ার্ডে কোন মাদক,ইভটিজার ও বাল্য বিবাহ আপনাদের সাথে নিয়ে কঠোর হস্তে দমন করব। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তেপ্রধান মন্তী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আর ওয়ার্ডবাসী সকল ভোটারদের প্রতি আহবান করতে চাই আপনারা নামায পড়েন,মানুষকে ভালবাসুন,অসহায় মানুষের পাশে দাড়ান। আল্লাহ প্রাপ্তির একমাত্র উৎসই হচ্ছে আল্লাহর বান্দাকে ভালবাসা। এই দুনিয়ার মোহে পড়ে অর্থের লোভে নিজের আদর্শকে জ¦লাঞ্জলী দিবেন না। কোন অসাধু ব্যক্তিকে নির্বাচিত করবেন না। হতে পারে আপনার সন্তানও আগামীদিনের কাউন্সিলর কিংবা মেয়র। সৎ,যোগ্য ও নিষ্টাবান লোককেই আপনারা ৬নং ওয়ার্ডের অভিভাবক নির্বাচিত করবেন।বলে আসারাখী