বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও মানবাধিকারকর্মী আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীকে গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে মানবাধিকার সংগঠন অধিকার ও সমকাল’র যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অধিকারের নারায়ণগঞ্জ সমন্বয়ক সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে ও সমকালের জেলা প্রতিনিধি এম এ খান মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারন সম্পাদক আবু সাউদ মাসুদ, বর্তমান সাধারণ সম্পাদক শরীফুদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম জীবন, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের আহবায়ক এ টিএম কামাল, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নাসিকের ১৩নংওয়ার্ড কাউন্সিলর মাকসুদুর রহমান খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, অধিকারের কর্মী ও শিক্ষাবিদ এম কবীর ইউ চৌধুরী, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তানভীর হোসেন, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি হাজী ওবায়দুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সমকাল আড়াইহাজার প্রতিনিধি সরফুদ্দিন প্রভাত, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, দৈনিক দিনকালের জেলা স্টাফ রিপোর্টার এম আর কামাল, মানবকন্ঠের জেলা প্রতিনিধি নাহিদ আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার লুৎফর রহমান কাকন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন সুমন, দ্যা রিপোর্ট টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মামুন মিয়া, যায়যায় দিনের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, ভোরের ডাকের জেলা প্রতিনিধি ও লাইভ নারায়ণগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মোশতাক আহমেদ শাওন, লাইভ নারায়ণগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মো: আব্দুল করিম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আল আমিন প্রধান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অনুসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা স্বাধীন দেশে থেকেও মনে হচ্ছে হায়নাদের দেশে বসবাস করছি। এ সরকারের আমলে প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন। পুলিশ সুপার আবুল হাসনাত গুলি করতে নিষেদ দিয়েছে তার পরও প্রকাশ্যে মেয়র গুলি কওে হত্যা করে। একজন খুনি জনপ্রতিনিধি হতে পারেনা। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলতে চাই পুলিশ যখন প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন করে তখন আপনি বলেন ধাক্কাধাক্কি হয়েছে। আপনার এ ধরনের বক্তব্যে মেয়রকে বাচাঁতে পারবেনা।
বক্তারা আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আমরা এখনো পাইনি। প্রতিনিয়তই সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েই গেছে। এ অবস্থায় সাংবাদিক সমাজ নীরব থাকতে পারে না। অবিলম্বে শিমুল হত্যাকারী পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করে বিচারের মুখামুখি করতে হবে। অতীতের সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে। কোনো গণতান্ত্রিক সরকারের আমলে সাংবাদিক নির্যাতন গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরো বলেন, ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সংঘর্ষে লাইসেন্স করা অস্ত্রের গুলিতে শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শিমুল নিহত হয়েছে। এর পুনরাবৃত্তি নারায়ণগঞ্জেও ঘটতে পারে। তাই নারায়ণগঞ্জে যে সকল রাজনৈতিক নেতা ও ক্যাডারদের নামে অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে তাদের নজরদারীতে রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।