বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক ভোরের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুজ্জামানকে লাঞ্ছনাকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হকের সাথে সাক্ষাত করেছেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে পুলিশ সুপার মঈনুল হক বুধবারের ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন এবং অনুতপ্ত হন। তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বুধবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করার জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়া মাত্রই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং যত দ্রুত সময়ের মধ্যে করা যায়, সে চেষ্টা করা হবে।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ সুপারকে জানানো হয়, সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত পরিশ্রম করে যায়। সমাজে ঘটে যাওয়া অনিয়ম আর ভোগান্তির চিত্র জনগনের কাছে প্রকাশ করে। সমাজের স্বার্থে, জনগনের স্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকদের যদি প্রশাসনের লোকদের দ্বারা লাঞ্ছিত হতে হয়, তবে তা মেনে নেওয়া যায় না। তাই অভিযুক্ত এসআই বাশারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে করে ভবিষ্যতে কোন সাংবাদিককে দায়িত্ব পালনকালে কেউ অপমান করার সাহস না পায়।
পুলিশ সুপার মঈনুল হক এ সময় সাংবাদিকদের আশ্বস্ত করেন এবং সদর মডেল থানার এসআই বাশারকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে নিশ্চিত করেন।
পুলিশ সুপার মঈনুল হকের সঙ্গে সাক্ষাতকালে সাংবাদিক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, দৈনিক সোজা সাপটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদ, সাপ্তাহিক বিষের বাঁশি ও বিষের বাঁশি ডট কম এর প্রকাশক ও সম্পাদক সুভাস সাহা, অগ্রবানী প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক স্বপন পোদ্দার, দৈনিক অগ্রবানী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন আর রশিদ চৌধুরী স্বপন, দৈনিক ভোরের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুজ্জামান, দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহমেদ, সম্পাদক কমল খান, অনলাইন নিউজ পোর্টাল টাইমস নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক এম এইচ নয়ন, অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়নগঞ্জ ডট কমের প্রধাণ নির্বাহী কামাল আহমেদ, অনলাইন নিউজ পোর্টাল সংবাদ নারায়ণগঞ্জ ডট কমের সম্পাদক মহসিন আলম, নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সভাপতি এনামূল হক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সদস্য শহীদ হোসেন, ইমরান আহমেদ, সাংবাদিক হাবিবুর রহমান, ফরিদ আহমেদ বাধন, সোহেল আহমেদ, আল আমিন ও নাদিম।
উল্লেখ্য, বুধবার রাতে শহরের চাষাড়াস্থ খাজা সুপার মার্কেটের নীচে হকার উচ্ছেদ করার কারন জানতে চাইলে সদর মডেল থানার এসআই বাশার দ্বারা শারীরিক লাঞ্ছনার শিকার হন দৈনিক ভোরের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুজ্জামান। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা সড়ক অবরোধ করে রাখলে তাৎক্ষনিক অভিযুক্ত দারোগা বাশারকে ক্লোজড করা হয়।
