বিজয় বার্তা ২৪ ডট কম
সাংবাদিককে হুমকি দেয়ার অভিযোগে আটক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলরের ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে শহরের পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রিয়েন সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবুর ছেলে। এর আগে ফেসবুকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতিকে নিয়ে বিরুপ মন্তব্য করেন রিয়েন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম বলেন, নাসিকের কাউন্সিলর আবদুল করিম বাবু। কয়েকদিন আগে তিনি নানা মামলায় জেল খেটেছেন। এ নিয়ে অনেক সংবাদ প্রকাশ হয়। এর জেরে ১৩ অক্টোবর তার ছেলে রিয়ন আমার বিরুদ্ধে ফেসবুকে নানা অপপ্রচার ও হুমকি দিয়েছে। এসব অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেই। সেই অভিযোগে অভিযুক্ত রিয়নকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও হুমকির লিখিত অভিযোগে রিয়ন আটক হয়। অভিযোগটির সত্যতা থাকায় মামলায় রূপান্তরিত করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।