বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ এর সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের ছেলে কলেজ শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক হামিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে নারায়নগঞ্জ জেলা টলেভিশিন জার্নালস্টি এসোসিয়েশন। সংগঠনের সভাপতি নাফজি আশরাফ এবং সাধারন সম্পাদক বুলবুল আহমদে সোহল এক বিবৃতিতে বলেন কলেজ ছাত্র হামমি রবিবার সন্ধায় ব্যাচে পড়া শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। চাষাড়া এলাকায় সন্ত্রসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিক নেতৃবৃন্দ মনে করেন সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের ছেলে হামিমের ওপর হামলা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রনোদিত । এই হামলার ঘটনায় সংগঠনটি তীব্র নন্দিা ও প্রতিবাদ প্রকাশ করছে। হামলাকারীদের শনাক্ত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয় প্রশাসনের কাছে।