বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সর্বকালের সেরা বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করা হবে অঙ্গিকার করেছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।
রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নারায়ণগঞ্জকে নতুন ভাবে সাজানো হবে। বিজয় দিবসকে সুন্দর ও জমকালো ভাবে উদ্যাপন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যদের সাথে নিয়ে নারায়ণগঞ্জে সর্বকালের সেরা বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এটি জেলা প্রশাসক হিসেবে আমার অঙ্গীকার। বিজয় দিবস উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক গুলোর পাশাপাশি, ডাক বাংলা, রাইফেল ক্লাব , নারায়ণগঞ্জ ক্লাব, চেম্বার অফ কমার্স এবং বিকেএমই ভবন ও বিভিন্ন মার্কেট কমপ্লেক্স গুলোকে আলোক সজ্জায় সজ্জিত করতে আহবান জানান ।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলার নির্বাহী অফিসার এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে কমিটি গঠন করা হয়েছে। যাতে করে সুন্দরভাবে বিজয় দিবস উদ্যাপন করা যা। সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালন করতে আহ্বান জানান তিনি।
এ সময়ে জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা বাবলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, সদর উপজেলার নির্বাহী অফিসার তাসমিন জেবিন বিনতে শেখ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা তথ্য অফিসার জাকির হোসেন, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, জেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যাপক শিরীন বেগম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আকসির, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির প্রমূখ।