বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি চেয়ারপার্সণের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী তার সম্পদের হিসাব গোঁপন করেছেন। সে বিষয়ে আমরা আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। মনোনয়ন পত্রের বিধি বিধানের ১২, ১৩ ও ১৪ ধারা অনুযায়ী তার মনোনয়ন পত্র বাতিল দাবী করেছি। দেশে যদি আইনের সুষ্ঠ প্রয়োগ বলবৎ থাকে তবে সরকার দলীয় মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হবে।
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী সুন্দর আলীর মনোনয়ন পত্রের বৈধতার বিরুদ্ধে বিএনপি দলীয় মেয়র প্রার্থী পারভীন আকতারের করা আপিলের শুনানী শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। রবিবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে সরকার দলীয় মেয়র প্রার্থীর পক্ষে শুনানীতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল। শুনানী শেষে আগামী ২ জুলাই আদেশের দিন ধার্য করা হয়।