বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে কারাগারে আটকে রেখে আরেকটি পাতানো নির্বাচনের পরিকল্পনা করছে। কিন্তু সরকারের সে ষড়যন্ত্র কোনদিনই সফল হতে দেয়া হবে না। এবার আর বিনা বাঁধায় তাদেরকে ক্ষমতায় যেতে দেয়া হবে না। আগামী নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের নেত্রীকে জেল থেকে মুক্ত করে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলন জোড়দার করতে হবে। খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। আর গণতন্ত্র প্রতিষ্ঠার সে আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহবান জানাচ্ছি।
বিএনপি’র চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে চাষাঢ়া বালুর মাঠে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এড. সাখাওয়াত আরো বলেন, এক এগারোর সময় কারান্তরীণ শেখ হাসিনাকেও বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিলো। তাছাড়া আওয়ামীলীগের মো: নাসিম সে সময়ে অসুস্থ্য হয়ে পরলে তৎকালীণ কারা কতৃপক্ষকে সরকারের অনুমতির কথা বললে তারা বলেছিলো, আগে জীবন বাঁচাতে হবে, পরে অনুমতি। সে সময়ে শেখ হাসিনার নামে ১৬টি মামলা দায়ের করা হলেও তার সবগুলিই খালাশ করে দেয়া হয়েছে। অথচ বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটক করে নির্জন কারাগারে মানবেতর জীবন যাপণে বাধ্য করা হচ্ছে। কিন্তু গণতন্ত্রের মা খালেদা জিয়ার অসুস্থ্যতা কোনভাবেই মেনে নেবে না তার লক্ষ কোটি সন্তানেরা। অবিলম্বে খালেদা জিয়াকে রাজধানীর ল্যা এইড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবী জানাচ্ছি, অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলে এই অবৈধ সরকারকে গদি থেকে টেনে হেচড়ে নামানো হবে।
তিনি আরো বলেন, বর্তমান অবৈধ সরকার বিএনপি’র চেয়ারপার্সণ ও সাবেক তিনবারের প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পরিত্যাক্ত ভবনে কারাবাস দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। নির্জন কারাগারে বেগম জিয়া অসুস্থ্য হয়ে পড়েছেন অথচ সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না। সরকার খালেদা জিয়ার চিকিৎসার নামে রাজনীতি করছে।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গুলজার হোসেন খান, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, বন্দর থানা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গির আলম রতন, বন্দর থানা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন শিশির, যুবদল নেতা স্বপন চৌধুরী, মঞ্জুরুল আলম মুসা, জাহিদ হোসেন, রোমান, মিঠু, সুমন হাওলাদার, বন্দর থানা তারেক জিয়া পরিষদের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক নবু হোসেন, অপু, হৃদয়, ফয়সালসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।