বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে সমাজ সেবা মন্ত্রণালয়ের উদ্যোগে বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার কার্ড প্রধান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অধশতাধিক ব্যাক্তিকে এ কার্ড প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,৭,৮ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর রেহানা পারভীন, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ বারি,জেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম,বীরমুক্তিযোদ্ধা হাসেম ভান্ডারীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় নাসিক ৮নং ওয়াড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন,বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করেছে। তারি দারাবাহিকতা বয়স্ক ভাতা মাসিক ৪শত ও প্রতিবিন্ধভাতা ৫শত করা হয়েছে। তাই এ সরকারের প্রধান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। সে তিনি দেশ ও দেশের মানুষের সেবা করতে পারে।তিনি আরো বলেন,নাসিক ৮নং ওয়ার্ডে যে কাজ হয়েছে , তা থেকেই বোঝা যায় এ সরকার জনগনের সরকার। তাই বলবো ৮নং ওয়ার্ডে সে কোন সেবার জন্য আপনারা আমার কাছে আসবের। আমি চেষ্টা করবো আপনাদের কাঙ্গীত নাগরিক সুবিদা দেওয়ার জন্য।তাই আগামী দিনে সিটি নির্বাচানে আমাকে আপনাদের পবিত্র ভোট দিয়ে র্পূণরায় কাউন্সিলর করে উন্নয়নের ধারা অব্যাহতি রাখবেন এ বিশ্বাস রয়েছে।
