বিজয় বার্তা ২৪ ডট কম
আগে অসহায় মানুষের জন্য কাজ করেন। কে মেয়র কে বা এমপি হবেন তা দরকার নেই । জনগণের পাশে এসে তাদের সেবা করতে হবে। শনিবার বিকাল ৫টায় শহরের শহরের ১৮নং ওয়ার্ড বাপ্পী সরণী এলাকায় আশার আলো শিক্ষা প্রতিষ্ঠান(বিশেষ শ্রেণীর শিশু কিশোরদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান) উদ্বোধন এবং পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান তার বক্তব্যে এই কথা বলেন।
আশার আলো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও আঠারো নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সভপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আশার আলোর শিক্ষা প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা নাসরিন ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর সভাপতি খালিদ হাসান কাজল, বিকেএমই সহ সভাপতি হুমায়ুন কবির শিল্পী, ইউসুফ বিন পাপ্পু , নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদিকা রোকসানা খবির, নারায়ণগঞ্জ আট ময়দা মিলস সমিতির সভাপতি ও আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আশার আলো স্কুলের সিও নুর শাহিন প্রমুখ।
তিনি আরও বলেন, বলেন, সাধারণ প্রতিবন্ধী শিশুদের জন্য আমার কিছু করার ইচ্ছে ছিল। আমার স্ত্রীও এতে সম্মতি দেন ও ইচ্ছে পূষণ করে। এই প্রতিবন্ধী শিশুদের আমাদের অবহেলা করা যাবে না। সমাজের সবাইকে তাদের ভালবাসতে হবে। প্রতিবন্ধী শিশুদের কেউ অবহেলা করবেন না তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। কারো একার পক্ষে কোন প্রতিষ্ঠান চালানো সম্ভব। এলাকার সবাইকে কম বেশি সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে যে কোন প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব।
তিনি আরও বলেন, আঠারো নং ওয়ার্ড কাউন্সিলর মুন্না এই ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে তৈরি করেছে। আশার আলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জায়গার প্রয়োজন। যদি কারো পক্ষে থেকে জমি ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে এখানে ১০০/২০০ ছেলে মেয়েদের শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় সাংসদ সেলিম ওসমান নাছরিন ওসমান আশার আলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দশ টাকার একটি চেক প্রদান করেন।পরে সাংসদ নিজস্ব অর্থায়নে স্কুলের ৩২ জন শিশুর জন্য ৩২ প্যাকেট উপহার সামগ্রী বিতরন করেন।প্রতি প্যাকেটে ছিল ২ কেজি ৫’শ গ্রাম নিডো গুড়ো দুধ, ২ লিটার তীর সয়াবিন তেল, ২ কেজি তীর আটা, ১ কেজি মুসুরি ডাল, ১ কেজি ৫০ গ্রামের হরলিক্স, ৭৫০ গ্রামের ট্যাংঙ্ক, ২ প্যাকেট ডাইজেসটিভ বিস্কেট, ২ প্যাকেট ম্যাঙ্গো ক্যান্ডি, ৩টা লাইফবয় সাবান, ২টা লাইফবয় লিকুইড, কোলগেট টুথপেষ্ট ২০০ গ্রাম, সেনসুডেন টুথব্রাশ এবং ১০ কেজি মিনিকেট চাল।