বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই ধর্ম আমাদের সমাজের প্রতিটি মানুষের মাঝে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার শিক্ষা দিয়ে থাকে সমাজ তথা দেশের সাতটি বার্তা আমাদের মহান আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম হতে পেয়ে থাকি আর সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ কখনও ইসলাম ধর্ম সমর্থন করে না। উপরোক্ত কথাগুলো বলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সুজন।
হযরত খাজা ইসমাইল হোসেন চিশতী ৬৮তম ওরস মোবারকে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শুক্রবার ২৯ শে নভেম্বর দিবাগত রাত্রে টি, হোসেন রোড, সোলায়মান ডিলার বাড়ি প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান সুজন আরো বলেন, আজকে আমাদের সমাজে ভয়াবহ আকার নিয়েছে মাদকের বিস্তার যুবসমাজকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রকৃত ইসলামের দিকে অনুপ্রাণিত করতে হবে তাহলে।কারন একজন নামাযী ব্যক্তি কখনোই মাদক সেবন করতে পারে না। আর আমাদের সমাজ হবে মাদকমুক্ত সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত তাছাড়া বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে ব্যাপক কাজ করে যাচ্ছেন।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা খান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর অালম।
আলোচনা ও দোয়া পরিচালনা করেন আওলাদে রাসুল আল্লামা মোঃ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী পীর সাহেব ইমামে রব্বানী দরবার শরীফ হাজিগঞ্জ চাঁদপুর , চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ রানা, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, মহানগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক খুসরান, বঙ্গবন্ধুর সৈনিক লীগের মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন বেপারী সহ ওরস কমিটির অন্যান্য সদস্যদের সার্বিক তত্বাবধানে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
Discussion about this post