বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার বিকাল ৩ টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ এর উদ্যোগে “সম্প্রতি সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দাঁড়াও বাংলাদেশ” এই শ্লোগানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ সংগঠন এর সভাপতি প্রিন্সিপাল মোমতাজ উদ্দিন মরতুজা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি মিঃ বজেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন মাষ্টার, যুগ্ম সম্পাদক এম. এ গনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম খান, নিরঞ্জন দাস, সাখোয়াত হোসেন, মোয়াজজেল হোসেন, হালিম সরকার, মোতাহার হোসেন প্রমুখ ।
সারা দেশে জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ এর মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
এ সময়ে বক্তারা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও জনতা সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় একতাবদ্ধ হয়ে জঙ্গীবাদ, সন্ত্রাস ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে।এ ব্যাপারে কোমলমতি শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদের ভয়াল থাবা থেকে রক্ষা করার জন্য শিক্ষক সমাজের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান তারা।
